
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াচর গ্রামে পারিবারিক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালিয়াচর গ্রামের মৃত সবুর মোল্যার সন্তান রফুল মোল্যা ও এলাক মোল্লার সঙ্গে তাদের সৎ ভাই তৌহিদ মোল্লা ও সাব্বির মোল্লার মধ্যে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই বিরোধ দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মৌখিক বিরোধ হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন মারাত্মকভাবে আহত হন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর বোয়ালিয়াচর গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় নড়াগাতী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছিল। পূর্বেও একাধিকবার সালিশ ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ সহিংস ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী মামলা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল জমিজমা সংক্রান্ত বিরোধ দ্রুত আইনগতভাবে নিষ্পত্তির আহ্বান জানিয়ে বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ধরনের সহিংসতা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। প্রশাসনের হস্তক্ষেপে স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
Like this:
Like Loading...
Related