1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নড়াইলে ফাঁস নিয়ে শিশুর আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে সোহাগ শেখ (১০) নামে স্কুলশিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করেও এসময় তার কোনো সাড়াশব্দ মেলেনি। পরে তাকে খাবার খেতে তার নিজ ঘরে ডাকতে গেলে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সোহাগ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট