পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ভবনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তারের সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন লতা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইব্রাহিম গাজী, সাবেক অফিসার ইনচার্জ ঠাকুরদাস মন্ডল, ইউপি সদস্য পুলকেশ রায়, সাবেক প্রধান শিক্ষক কালিদাস রায়, শিক্ষক তপন রায়, কালিদাস সরকার, সাবেক সভাপতি পবিত্র সরকার, ব্যাংকার দীনেশ গাইন, পরিতোষ সরকার, সুশান্ত মন্ডল, শাহাজান গাজী, তরুলতা রায়, অভিভাবক কেয়া রায়, রিংকু মন্ডল, শিক্ষার্থী জয়িতা রায়, নুসরাত জাহান । উপস্থিত ছিলেন শিক্ষক ফাইমা খানম, সঞ্জয় মন্ডল, টিউলী ঘোরামী ও নারগিস খাতুন।