1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

শরণখোলায় ৪৮ ঘন্টার হরতালে ইউএনও ও নির্বাচন অফিসে তালা: জনজীবন অচল

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

শরণখোলা আঞ্চলিক অফিসঃ বাগেরহাটের শরণখোলায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালে শরণখোলায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসের গেটে তালা দিয়ে অফিস বন্ধ করে দিয়েছে হরতালকারীরা। অচল হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘন্টার হরতাল অবরোধ। নির্বাচন কমিশনের বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সর্বদলীয় ঐক্যের ডাকে এ হরতাল পালিত হচ্ছে।
বূধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গেটে তালা দিয়ে সেখানে সমাবেশ করেন সর্বদলীয় ঐক্যের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন,উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা মোঃ মোস্তফা আমীন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মুসা সাঈফী প্রমূখ। বক্তারা বলেন,অবিলম্বে বাগেরহাটের চারটি আসন বাতিলের গেজেট প্রত্যাহার না করলে দাবী আদায়ে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে এবং বাগেরহাট জেলায় কোন নির্বাচন হতে দেওয়া হবেনা বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা সদর থেকে দুরপাল্লাসহ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা সদর রায়েন্দা বাজার,তাফালবাড়ী বাজার,আমড়াগাছিয়া বাজার,রাজাপুর বাজারসহ অন্যান্য বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, হরতালে অফিসের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় বুধবার তিনি অফিসে যেতে পারেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট