1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

সাতক্ষীরায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। এ সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীকে কোচিং সেন্টারে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “শিক্ষার মানোন্নয়নে করণীয়”শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় জেলার অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরা।
জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। শ্রেণিকালীন সময়ে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোনো স্থানে কোচিং পরিচালনা করলে প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, বিদ্যালয়ের ক্লাস চলাকালে ফটক তালাবদ্ধ রাখতে হবে যাতে অযথা আসা-যাওয়া না হয়। শিক্ষার্থীদের মধ্যে ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।
মোস্তাক আহমেদ বলেন, বর্তমানে কোচিং অনেকটা ‘ফ্যাশনে’ রূপ নিয়েছে। এর ফলে প্রকৃত শিক্ষার চেয়ে অনেকে শুধুমাত্র কোচিং নির্ভর হয়ে পড়ছে। তাই অভিভাবকদের মানসিকতা পরিবর্তন করা জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনের প্রতি মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবক উভয়কেই দায়িত্বশীল হতে হবে।
সভায় উপস্থিত শিক্ষাবিদরা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট