1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

বাগেরহাটে আসন বহালের দাবীতে টানা ৪৮ঘন্টা হরতালে জনভোগান্তী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসুচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় টানা ৪৮ ঘন্টা হরতাল পালিত হচ্ছে। এসময় সড়ক ও মহাসড়কে ট্রাক, বাঁশ ও কাঠের গুড়ি ফেলে ব্যারিকেট দিয়ে রাখে। এতে বিভিন্ন গন্তেব্যে চলাচলের যাত্রী সাধারনেরা চরম ভোগান্তীতে পড়েন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সকাল থেকে ফকিরহাট সড়ক ও মহাসড়কে দূরপাল্লার কোনো পরিবহন যাতায়াত করতে দেখা যায়নি। তবে গ্রাম অঞ্চল দিয়ে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক ও ভ্যান চলতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলার সকল দোকানপাটও বন্ধ ছিল। জরুরী প্রয়োজনে কিছু ফার্মেসীর দোকান খোলা ছিল। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহাসড়কে সিমিত আকারে কিছু ব্যাটারী চালিত ভ্যান ও মটরসাইকেল চলতে দেখা গেছে।

কলেজ ছাত্র শামিম রেজা জানান, তিনি সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ যাচ্ছেন। হরতালের কারনে তিনি চরম ভোগান্তীর মধ্যে পড়েছেন। সঠিক সময়ের মধ্যে কলেজে পৌছাতে না পারলে তিনি ক্লাস ধরতে পারবেন না বলে জানান।

যাত্রী আলমগীর হোসেন জানান, তিনি চট্রগ্রাম থেকে বাগেরহাট যাবেন। কিন্তু বাগেরহাট হরতাল চলার কারনে কিছুদুর পায়ে হেটে এবং বিভিন্ন যানবাহনে করে তার গৌন্তব্যে পৌছাতে হচ্ছে। এতে তার সময় ও অর্খিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে জানান।

পথচারী মো: ইমরান হোসেন বলেন, তার ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাবেন। কিন্তু এখান থেকে তেমন কোন যানবাহন না চলার কারনে পায়ে হেঁটে ও ভ্যানযোগে যেতে হবে। তবে বাগেরহাটে চারটি আসন বহালের দাবীতে হরতালের সমর্থনও জানিয়েছেন।

এদিকে চারটি আসন বহাল রাখার দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনবহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট