ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কলারোয়ার শাকদাহ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আসাদুজ্জামান। সে যশোরের ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের রুহুল আমিনের পুত্র। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শামিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান কলারোয়া থানার শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে দ্রুত ফোর্স নিয়ে শাকদাহ গ্রামে তার শ্বশুর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে সোমবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
এএসআই শামিম আরো বলেন, আসাদুজ্জামান ১৮০পিস ফেন্সিডিলসহ ২০১২ সালে নড়াইল জেলায় আটক হন। এব্যাপারে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। উক্ত মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসাদুজ্জামান পলাতক ছিলেন। পরবর্তীতে নড়াইল জেলা আদালতে তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ী বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়।