1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

তালার খেশরা ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকলকে প্রস্তুত থাকতে হবে। দলের ভেতর ভেদাভেদ ভুলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। আগামীতেও উন্নয়ন করতে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের সমান নিরাপত্তা নিশ্চিত করবে। নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না, কোনো অনিয়ম-দুর্নীতির সাথে জড়ানো যাবে না। এসময় তিনি কর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের নির্দেশ দেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ৫টায় খেশরা ইউনিয়ন বিএনপির আয়োজনে হরিহরনগর ফুটবল ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাষ্টার ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব ও খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়ার সহ-সভাপতি শেখ ওলিউর ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহববায়ক আবুল হাসান হাদী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ আজম, উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিনি, খেশরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গাজী গফফার, আমজাদ হোসেন নুন্টু, মেহেদী হাসান সাগর, তোফায়েল আহমেদ প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাষ্টার ময়নুল ইসলামকে সভাপতি, গাজী গফফারকে সাধারণ সম্পাদক, মাষ্টার আব্দুল আলিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট