1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সাতক্ষীরায় দুই সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা-অস্ত্র

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী আনজুয়ারা বেগম (৪৬)কে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের গড়েরকান্দা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী আনজুয়ারা বেগম, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আসিফ (১৪) ও বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।
যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনজুয়ারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার কারণে এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে ওঠে। এতে তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়ায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছিল। স্থানীয়দের অভিযোগ, তার পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায় জড়িত এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়।
এলাকাবাসী আরও জানান, পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামছুল আলমকেও দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন।
অভিযান শেষে আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট