সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত আনজুয়ারা খাতুন ও তার ছেলে আসিফসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।
সাতক্ষীরায় মাদক সম্রাজ্ঞী খ্যাত আঞ্জু ও তার ছেলে গ্রেফতার।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলার সদর উপজেলার ইটাগাছা ও গড়েরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ। এতে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও অংশ নেয়। আটক অপরজন হলেন বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আবদুর রহিম।
সেনা ক্যাম্প সূত্র জানায়, তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি চুরি, সাতটি চাকু, একটি লাঠি ও মাদক সেবনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
ক্যাপ্টেন নাহিদ জানান, আনজুয়ারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তিদের উদ্ধার করা মালামালসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘এ ঘটনায় থানার এসআই ইসমাইল হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।’