শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি বাংলাদেশী ফিশিংট্রলারসহ ১৯ জন জেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছে। আটক জেলেদের সে দেশের সুন্দরবন কোষ্টাল থানা থেকে সোমবার দুপুরে আলীপুর আদালতে পাঠানো হয়েছে। আটক জেলেদের বাড়ী ভোলা জেলায় বলে জানা গেছে। কোলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জয়কৃষ্ন হালদার মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে মোবাইল ফোনে বলেন, রবিবার রাতে ১৯জন জেলেসহ বাংলাদেশী একটি ফিশিংবোট বিএসএফ আটক করেছে। আটক ট্রলারের জেলেরা ভারতীয় সুন্দরবনের নদীতে মাছ ধরছিলো। আটক জেলেদের সোমবার সে দেশের সুন্দরবন কোষ্টাল থানার মাধ্যমে আলীপুর আদালতে পাঠানো হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এ্যাসোসিয়েশনের সেক্রেটারী জানিয়েছেন। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ নিরব হাওলাদার মোবাইল ফোনে বলেন, ভোলা সদরের শান্তিরহাট মৎস্য আড়তের একটি ফিশিংট্রলার ১৯ জন জেলেসহ ভারতে আটক হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ভারতে আটক জেলেদের বিষয়ে খোজঁখবর নেওয়া হচ্ছে বলে নীরব হাওলাদার জানান। বিএসএফ,র বরাত দিয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন কোষ্টাল থানা পুলিশ জানায়,১২ই সেপ্টেম্বর রাতে ভারতের সুন্দরবন টাইগার রিজার্ভের খিরোদখালি এলাকায় বি এস এফ টহল দেওয়ার সময় একটি ফিশিংবোট দেখতে পায় । বিএসএফ ট্রলারটির জেলেদের কে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশী । এরপর বি এস এফ তাদের কে আটক করে । তাদের কাছ থেকে একটি ফিশিংবোট ,নাইলনের জাল , আর কিছু মাছ বাজেয়াপ্ত করেছে পুলিশ । আটক ১৯জন বাংলাদেশী জেলেকে পরে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের হাতে তুলে দেয় বি এস এফ। সোমবার ঐ জেলেদের আলিপুর আদালতে পাঠানো হয়েছে।আটক জেলেদের মধ্যে জাকির ও ছগির স্থানীয় সাংবাদিকদের বলেন, রাতের আধারে ঝড় বৃষ্টির মধ্যে ভুলক্রমে তারা ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন এসোসিয়েশনের সেক্রেটারী জয়কৃস্ন হালদার সোমবার রাতে মোবাইল ফোনে বলেন, বিএসএফ,র হাতে আটক ১৯ বাংলাদেশী জেলেকে সোমবার দুপুরে আলীপুর আদালতে পাঠানো হয়েছে।