1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনি ও শ্যামনগরে বেড়িবাঁধের ভাঙন, আতঙ্কে গ্রামবাসী সাতক্ষীরায় বিজিবির অভিযানে তিন মাসে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড গোলাবারুদ জব্দ সাতক্ষীরায় ইটের গুঁড়া দিয়ে সার তৈরি কারখানা সিলগালা খুলনায় ৯ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করবে সরকার উচ্চ বা নিম্নকক্ষের কোথাও পিআর চায় না বিএনপি: সালাহউদ্দিন উপদেষ্টা নূরজাহান আপার ক্যান্সার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ ঢাবি বাগছাসের মুখ্য সংগঠক হাসিবের পদত্যাগ ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে ট্রাইব্যুনালের বিচারকাজে সন্তুষ্ট, আশা করি দ্রুত ন্যায়বিচার পাব: নাহিদ শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

সাতক্ষীরায় বিজিবির অভিযানে তিন মাসে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড গোলাবারুদ জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম সাতক্ষীরা ‌।সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযানে গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে। এসময় মর্টার শেল, হ্যান্ড গ্রেনেড, ম্যাগজিনসহ অন্যান্য আরো ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সব সময় তৎপর রয়েছে। একই সাথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেওয়ার আহŸান জানানো হয়েছে। এ সময় কয়েকজন অস্ত্র চোরাচালানীকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ও আগ্নেয়াস্ত্র চোরাচালান বন্ধে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় তৎপর রয়েছে সংশ্লিষ্ট বিওপির বিজিবি সদস্যরা। বিশেষ করে গত ৫ আগস্টের পর থেকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি সদস্যরা গত তিন মাসে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করা হয়। আটক করা হয় কয়েকজন অস্ত্র চোরাচালানীকে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স¤প্রতি বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, কিছু অসাধুচক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশে থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে। ফলে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত পথে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির টোল ফ্রি ০১৭৬৯৬০০৫৫৫ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৪টি আগ্নেয়াস্ত্র ও ১০০৩ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ, মর্টার শেলও  হ্যান্ড গ্রেনেড   জব্দের বিষয়টি নিশ্চিত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট