1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

কলারোয়ায় এবার ৪৫ মন্ডপে দুর্গাপূজা: নতুন বেড়েছে ৬টি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: দুর্গোৎসবের বাকি আর মাত্র দশ দিন। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপী সকল মন্ডপে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার অনুপম রূপ দেওয়ার শেষ মুহূর্তের কাজে। রঙ-তুলির বর্ণিল পরশে প্রতিমা-বিগ্রহ মোহনীয় সাজে সজ্জিত করা হচ্ছে। কেননা, হাতে সময় নেই একেবারে।
বিচ্ছিন্ন বৃষ্টিপাত হলেও আবহাওয়া মোটামু্টি সুপ্রসন্ন থাকায় প্রতিমার রঙের কাজে তেমন বিঘœ ঘটছে না কোথাও। প্রতিমা রাঙিয়ে দেওয়ার কাজ চলছে বিরামহীনভাবে। হাতে ফুরসত নেই প্রতিমাশিল্পীদের। তারপরেও সকল কাজ সমাপ্তির পথে। উপজেলার বিভিন্ন মন্ডপ ঘুরে প্রায় অভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। র
ঙের কাজও হয়ে গেছে প্রায় সবখানে। বুধবার পৌরসভাধীন তুলসিডাঙ্গা ঘোষপাড়া মাতৃমন্দির, উত্তর মুরারিকাটি পালপাড়া ও গোয়ালঘাটা পূজা মন্ডপে যেয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরির কাজ শেষ। প্রতিমায় পরম মমতায় রং-তুলির কাজও প্রায় শেষ পর্যায়ে।
প্রতিমা শিল্পীরা আপন মনের মাধুরী মিশিয়ে এক একটি নজরকাড়া প্রতিমা রাঙিয়ে চলেছেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব এই দুর্গাপূজাকে ঘিরে এখন তাদের ঘরে ঘরে উৎসবের আমেজ। হিন্দু ধর্মাবলম্বী প্রতিটি ঘরের সব বয়সী মানুষ সময় পেলেই চলে আসেন মন্ডপে প্রতিমা তৈরি ও রাঙিয়ে দেওয়ার কাজ নিজ চোখে দেখতে।
এবারের দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পরিবেশ ও ব্যবস্থাপনা বিষয়ে কথা হয় উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায় ও যুগ্মসাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সাথে। এঁরা সার্বিক প্রস্তুতি ও পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে এবার উপজেলার সকল মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হতে যাচ্ছে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দাবি করে তাঁরা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো থাকায় পূজামন্ডপে নিরাপত্তা সমুন্নত থাকবে। সর্বোপরি আপামর মানুষের প্রাণঢালা ভালোবাসায় আনন্দঘন পরিবেশে এবারও দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে- এমনটি মনে করেনপূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ।
সবখানে সম্প্রীতিময় পরিবেশ বিরাজ করায় তাঁরা উপজেলার সকল ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আরও জানান, উপজেলায় এবার ৪৫টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর আগের বছর ৩৯টি মন্ডপে দুর্গাপূজা হয়েছিলো। নতুন করে পূজামন্ডপ হয়েছে জয়নগর ইউনিয়নে ২টি, জালালাবাদ ইউনিয়নে ১টি, কেঁড়াগাছি ইউনিয়নে ২টি ও কুশোডাঙ্গা ইউনিয়নে ১টি।
সবমিলিয়ে এবার পূজামন্ডপ বেড়েছে ৬টি। গত ১৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে দুর্গাপূজার আইনশৃঙ্খলা বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জানানো হয়, এবার উপজেলার ৪৫টি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। সেনাবাহিনী ও বিজিবি মন্ডপগুলোর টহলে থাকবে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে বলে সভায় সকলকে অবগত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, উপজেলার ৪৫ পূজামন্ডপের কোনোটিও ঝুঁকিপূর্ণ নয়।
কলারোয়া উপজেলার ৪৫ পূজামন্ডপের নাম তুলে ধরা হলো। কলারোয়া পৌরসভার ৮টি মন্ডপ হলো: তুলসীডাঙ্গা ঘোষপাড়া সর্বজনীন, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সর্বজনীন, উত্তর মুরারিকাটি পালপাড়া, মুরারিকাটি দক্ষিণ পাড়া, মুরারীকাটি দক্ষিণ হরিসভা, গোপিনাথপুর ঘোষপাড়া সর্বজনীন. গোপিনাথপুর দক্ষিণ পাড়া সর্বজনীন ও ঝিকরা হরিতলা সার্বজনীন পূজা মন্ডপ।
জয়নগর ইউনিয়নের ৭টি পূজামন্ডপ হলো: খোর্দ্দ-বাটরা সর্বজনীন, জয়নগর মাতৃমন্দির, ধানদিয়া দাসপাড়া সর্বজনীন , জয়নগর মাঝের পাড়া, দক্ষিণ জয়নগর তরুণ সংঘ, গাজনা-বসন্তপুর কর্মকার পাড়া ও উত্তর জয়নগর দাসপাড়া আনন্দ সংঘ সর্বজনীন পূজামন্ডপ।
জালালাবাদ ইউনিয়নের ৩টি পূজামন্ডপ হলো: কাশিয়াডাঙ্গা সর্বজনীন, বৈদ্যপুর দাসপাড়া ও বাঁটরা দাসপাড়া সর্বজনীন।
কয়লা ইউনিয়নের ২টি পূজামন্ডপ হলো: কয়লা ঘোষপাড়া সর্বজনীন ও শ্রীপতিপুর দাসপাড়া,
লাঙ্গলঝাড়া ইউনিয়নের ২টি পূজামন্ডপ হলো: লাঙ্গলঝাড়া সর্বজনীন ও খাসপুর সর্বজনীন।
কেঁড়াগাছি ইউনিয়নের ৪টি পূজামন্ডপ হলো: আইচপাড়া পালপাড়া, কেঁড়াগাছি মাঝেরপাড়া সর্বজনীন, বাকসা সর্বজনীন দুর্গামন্দির ও বাকসা পূর্বপাড়া সর্বজনীন ।
সোনাবাড়িয়া ইউনিয়নের একমাত্র পূজামন্ডপ হলো: সোনাবাড়িয়া মঠমন্দির। চন্দনপুর ইউনিয়নের ২টি পূজামন্ডপ হলো: গয়ড়া-চন্দনপুর সর্বজনীন ও নাথপুর সর্বজনীন।
কেরালকাতা ইউনিয়নের ২টি পূজামন্ডপ হলো: কেরালকাতা ঠাকুরবাড়ি সর্বজনীন ও সাতপোতা সর্বজনীন।
হেলাতলা ইউনিয়নের ৩টি পূজামন্ডপ হলো: দামোদরকাটি সর্বজনীন , হেলাতলা সর্বজনীন ও শুভংকরকাটি সর্বজনীন মাতৃমন্দির।
কুশোডাঙ্গা ইউনিয়নের ৪টি পূজামন্ডপ হলো: শিবানন্দকাটি সর্বজনীন, কুশোডাঙ্গা কালিবাড়ি সর্বজনীন, কুশোডাঙ্গা সেনগুপ্ত পাড়া দুর্গামন্দির ও রায়টা সর্বজনীন।
দেয়াড়া ইউনিয়নের ৫টি পূজামন্ডপ হলো: দেয়াড়া ঘোষপাড়া রাধাগোবিন্দ মন্দির. দেয়াড়া ঘোষপাড়া সর্বজনীন, পাটুলিয়া সনাতন সর্বজনীন, পাটুলিয়া কেন্দ্রীয় সর্বজনীন ও পাকুড়িয়া সর্বজনীন।
যুগিখালি ইউনিয়নের ২টি পূজামন্ডপ হলো: বামনখালি বিনোদতলা সর্বজনীন পূজামন্ডপ ও ওফাপুর সর্বজনীন মায়ের মন্দির।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট