1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :

সাতক্ষীরা ‌আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের অনুদান প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে আত্মসমর্পণকারী ১৫জন হরিণ শিকারীর মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরাসহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম ফরেস্টার, উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বনবিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় যারা অতীতে হরিণ শিকার করলেও এখন অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের পুনর্বাসন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসা খাতে সহায়তা তাদের পরিবারকে নতুনভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এসময় বক্তারা আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় সবার আগে স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। যারা ইতিমধ্যে অনুশোচনা করে হরিণ শিকার থেকে বিরত হয়েছেন, তাদের পাশে থেকে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
অনুদানপ্রাপ্ত আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের পক্ষে গাবুরা ৯নং সোরা এলাকার আনারুল ইসলাম বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমারা আর কখনো বনের বন্যপ্রাণী শিকার করবো না। সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সমাজের পাশে থেকে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট