সাতক্ষীরা প্রতিনিধি : প্রতাপনগর ইউনিয়ন পরিষদের আসমা খাতুনের অপসারণের দাবিতে উত্তাল এলাকাবাসী। ‘দুর্নীতি হটাও সুবিধা বঞ্চিতদের বাঁচাও’ ‘আসমা হটাও প্রতাপনগর বাঁচাও’ এই স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রতাবনগর সর্বস্তরের জনগণের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আসমা খাতুন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক।
মানববন্ধনে বিএনপির সাবেক সভাপতি স.ম আখতারুজ্জামান সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক নূরি আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগী স্বামী আব্দুল সালাম, আর এক ভুক্তভোগী মুক্তার হোসেন স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল, ভুল সংশোধনের নামে বারবার অর্থ গ্রহণ, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিজের পরিবারের নাম্বার দিয়ে আত্মসাৎ করা, বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায় করা, পরিষদের অনৈতিক অর্থনৈতিক সুবিধা আদায়, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মহিলা লীগ ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাতুনের অপসারণ ও বিচারের করতে হবে, তা না হলে এরপরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর কর্মসূচি করা হবে।”