1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

সাতক্ষীরা ৯৮ বোতল মদসহ ১৪ লক্ষাধিক টাকার ঔষধ আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধ: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮ বোতল ভারতীয় মদসহ প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির অভিযানে ছবেদার মোড় হতে ৬৮ বোতল মদ আটক করে এবং তলুইগাছা বিওপির অভিযানে চৌরঙ্গী আমবাগান হতে ৩০ বোতল মদ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির অভিযানে ছবেদার মোড় হতে ৩ লাখ ৫০ হাজার টাকার ঔষধ আটক করে। হিজলদী বিওপির আভিযানে দক্ষিণ বড়ালী হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে। কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান হতে ২৪ হাজার টাকার থ্রি পিস আটক করে।
ভোমরা বিওপির আভিযানে মোল্লাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানে লাঙ্গলঝরা হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে। বৈকারী বিওপির আভিযানে কাপালিপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ আটক করে।
চান্দুরিয়া বিওপির আভিযানে বরই বাগান হতে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির আভিযানে কালিয়ানী হতে ৭০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।
আটক ঔষধের সর্বমোট মূল্য ১৪ লাখ ৪২ হাজার টাকা এবং থ্রিপিস এর মূল্য ২৪ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট