শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের কচিখালীতে এবার ট্যুরিষ্ট জাহাজে আয়ারল্যান্ডের নাগরিক একজন বিদেশী নারী পর্যটক মারা গেছে। শনিবার বেলা ১১টায় ট্যুরিষ্ট জাহাজ ”এমভি আলাস্কায়” এ ঘটনা ঘটে বলে বনবিভাগ সূত্রে জানা গেছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, পর্যটকবাহী বিলাস বহুল ট্যুরিষ্ট জাহাজ ”এমভি আলাস্কা” শনিবার (২০ সেপ্টম্বর) সকালে পর্যটন কেন্দ্র কচিখালীতে নোঙর করে। বেলা ১১টার সকালের নাস্তা খেয়ে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) (ঈঅজগঊখ ঘঙঊখঊঊঘ) তার কেবিনে যায়। জাহাজের ষ্টাফ তার জন্য কফি নিয়ে গেলে কেবিনের বিছানায় ঐ পর্যটককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাজে থাকা একজন পর্যটক চিকিৎসক শারিরিক পরীক্ষা করে কারমেল নোইলিনকে মৃত ঘোষণা করেন। পর্যটকের সাথে তার বাংলাদেশী নাগরিক স্বামী রয়েছেন । তার নাম জানা যায়নি। ধারনা করা হচ্ছে হার্টএ্যাটাকে সে মারা গেছে বলে এসিএফ জানান। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান, ট্যুরিষ্ট জাহাজে বিদেশী নাগরিক নারী পর্যটক মারা যাওয়ার খবর পেয়ে ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে থানা থেকে কচিখালীতে পুলিশ পাঠানো হয়েছে। ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস) এর সেক্রেটারী নাজমুল আযম ডেভিট আলাস্কা জাহাজে বিদেশী নারী পর্যটক মারা যাওয়ার খবর নিশ্চিত করে বলেন, ৭৫ জন পর্যটক নিয়ে ট্যুরিষ্ট জাহাজ আলাস্কা শুক্রবার খুলনা থেকে ছেড়ে সুন্দরবনে রওয়ানা হয়ে যায়। পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, শরণখোলা রেঞ্জ সদর থেকে বনবিভাগের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গেছে। পর্যটকবাহী জাহাজটিতে একজন বিদেশী এবং ৭৪ জন এদেশীয় নাগরিক রয়েছেন বলে ডিএফও জানান। প্রসঙ্গত,গত ১৩ সেপ্টেম্বর সকালে কচিখালী-ডিমেরচরে সমুদ্রে ভেসে গিয়ে ঢাকার মাহিত আব্দুল্লাহ (১৬) নামে একজন পর্যটক মারা যায়। ৩০ ঘন্টাপরে সাগরে ভাসমান তার লাশ পাওয়া যায়।