ডেস্ক রিপোর্ট : নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী -পুরুষসহ ২০ জনকে গ্ৰেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ । সোমবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
নগরীর হোটেল আর্কেডিয়া আবাসিক, হোটেল গার্ডেন আবাসিক এবং হোটেল সবুজ বাংলা আবাসিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত সোহাগ শেখ (৩৪), শাহবুদ্দীন শেখ (৩৯), জাহাঙ্গীর হোসেন (৬০), সেলিম খান (৪০), আছিয়া খাতুন (২৫), ফাতেমা (২০), শ্রাবন্তী মন্ডল (২৬), আমেনা বেগম (৩০), পল্টু মোল্লা (২৮), শীলা খাতুন (২২), রনি শেখ (২০), বাসনা রানী (২৫), শারমিন আক্তার (১৯), জান্নাতুল ফেরদৌস (১৯), আনারতী দাস (৩০), মিম আক্তার রিয়া (১৯), আছমা বেগম(৩০), শিখা বেগম (২৩), জান্নাতুল (২৪) এবং রুবিনা খাতুন (২৭)- কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।