সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় পৃথক স্থানে বজ্রপাতের দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার নারকেলী গ্রাম ও বেজেরআটি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নারকেলী গ্রামের ব্যবসায়ী আব্দুল হামিদ ও বেজেরআটি গ্রামের কৃষক মো.জাকির হোসেন।
মৃত আব্দুল হামিদের ভাই অধ্যক্ষ হাফিজুল ইসলাম জানান,আমার ভাইয়ের কুলিয়া ইউনিয়নে দোকান আছে। প্রতিদিনের মতো শনিবার দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে তার মৎস্য ঘেরে কাজ করার জন্য যায়। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত জাকির হোসেনের ভাতিজা বলেন, আমার চাচা একজন কৃষক তিনি তার কৃষি জমিতে কাজ করছিলেন। সেই সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।