1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এরপর রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি সদস্যরা তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছেন। এর আগে রোববার সন্ধ্যায় সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ ১৪৩ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম প্রতিনিধিত্ব করেন।

পতাকা বৈঠকের মাধ্যমেই ভারতে আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ভারত থেকে ফেরত আসা ১৫ জনের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।

এরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে নূরন্নবী গাজী (৪০), তার স্ত্রী মুর্শিদা খাতুন (৩৫), ছেলে আলম গাজী (১২), মেয়ে হালিমা পারভিন (৯), একই গ্রামের আরশাদ ঢালীর ছেলে মেহের আলী ঢালী (৬০), তার স্ত্রী তহমিনা খাতুন (৫৫), মেয়ে রিনা পারভিন (২০), একই উপজেলার পাটাখালি (জোড়সিং) গ্রামের ফজর আলী মিঞার ছেলে আনিছুর রহমান (৩৬), তার স্ত্রী মায়মুনা খাতুন (৩০), ছেলে মুস্তাকিম মালী (১০), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকীপুর গ্রামের প্রশান্ত রায়ের স্ত্রী অনিমা মন্ডল (২৯), মেয়ে সুপর্ণা রায় (৬), যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের সুফল মন্ডলের ছেলে দীপু মন্ডল (২০) ও শরিয়তপুর জেলা সদরের আজিজুল ইসলামের মেয়ে আমেনা আক্তার (২০)।

কয়রার মেহের আলী ঢালী জানান, তারা আড়াই বছর আগে ভারতের একটি শহরে শ্রমিক হিসেবে কাজ করতে যান। কিন্তু বর্তমানে ভারত সরকার বাংলাদেশিদের ব্যাপক হারে ধরপাকড় শুরু করায় তারা দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। গত শনিবার রাতে তারা বসিরহাট মহাকুমার আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। এরপর তাদেরকে বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ।

সোমবার সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, রবিবার রাতে বিজিবি ১৫ বাংলাদেশিকে থানায় জমা দিয়েছে। পরিচয় যাচাই বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট