1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সহ উপকূলে ‌বজ্রপাত আতঙ্ক; বাড়ছে মৃত্যুর ঝুঁকি সাতক্ষীরা ‌ ২০১টি প্রাইমারি স্কুলের ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য যশোরে প্রেমের টানাপোড়েন, দুই স্বামীর মুক্তি সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ সুন্দরবনের পরিবেশ রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় ভোমরা স্থলবন্দরে দুর্গাপূজা উপলক্ষে কার্যক্রম সাত দিন বন্ধ সাতক্ষীরায় দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ফকিরহাট গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ায় অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ হাসিনা পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় ‘নভেম্বরের মধ্যে’

সাতক্ষীরা ‌ ২০১টি প্রাইমারি স্কুলের ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সদর উপজেলার ২০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার প্রশাসনিক অবস্থা দূর্বল হয়ে পড়ার অভিযোগ উঠেছে। একই সাথে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২০টি। সিনিয়র সহকারী শিক্ষকদেরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে চলছে ব্যবস্থাপনা ও শিক্ষা সম্পর্কীয় কার্যক্রম। প্রাপ্ত তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান। এদিকে প্রধান শিক্ষকের পদ শূন্যতায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখার মনোনয়ন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক।
শিক্ষানুরাগী সচেতন অভিভাবক বলছেন, প্রাথমিক শিক্ষার মনোনয়নে প্রধান শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই জাতীয় উন্নয়নে প্রাথমিক শিক্ষার প্রভাব সুগভীর এবং এটিকে টেকসই উন্নয়ন নিশ্চিত করার অন্যতম প্রধান দায়িত্ব পারন করেন প্রধান শিক্ষক। এ বিবেচনায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে চলমান কার্যক্রম সমুহকে আরো গতিশিীল করার পাশাপাশি শিশু শিক্ষার্থীদের পাঠদান, মানবিক ও নীতিবোধ শিক্ষা, বিদ্যালয়ে উপস্থিতি, শরীর চর্চা, খেলাধুলা এবং শ্রেণী শিক্ষকদের পাঠদানে উদ্বুদ্ধকরণসহ প্রাথমিক শিক্ষা-নীতি বাস্তবায়ন ও দিকভাল করার দায়িত্ব রয়েছে প্রধান শিক্ষকের। কিন্তু দীর্ঘদিন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্যতায় শিশু শিক্ষার্থীদের পড়ালেখা ও পাঠোন্নয়ন বিষয় নিয়ে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাকরা।
সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, সাতক্ষীরা সদর উপজেলার ২০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩২হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীরা পড়ালেখা করছে। এসব শিশুরা প্রাথমিক ধাপেই প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে। কেননা দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের ওপর অধিক গুরুত্ব প্রদান করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইনটারনেট সহ সাউন্ড-সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু থাকলেও সাতক্ষীরার শহর ও গ্রামীন অঞ্চলের শিশুরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে পর্যায়ক্রমে প্রযুক্তি উপকরন চলে আসবে। ফরে সুবিধা বঞ্চিত শিশুরা প্রযুক্তি নির্ভর শিক্ষাগ্রহনের সুযোগ পাবে।
ভোমরা বর্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান, ভোমরা ইউনিয়নে ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় গুলোতে কোনো প্রধান শিক্ষকের পদ শূন্য নেই। একই সঙ্গে ঘাটতি নেই সহকারী শিক্ষকদেরও। প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বর্তমানে ভোমরা বর্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে রয়েছেন। এ বিদ্যালয়ে ৪২৮জন শিশুরা পড়ালেখা করছে। শিক্ষক শূন্যতা না থাকায় শিশুদের পড়ালেখার মান বেড়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট