1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সুন্দরবনের পরিবেশ রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা ‌প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
রূপান্তর সাতক্ষীরার সমন্বয়ক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এসআই দেবব্রত চিন্তাপুত্র ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম ও নানান শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তারা সুন্দরবনের জীববৈচিত্র রক্ষা ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিনের অযাচিত ব্যবহার সুন্দরবনের পরিবেশ ও প্রাণবৈচিত্রের জন্য মারাত্মক হুমকি। এর ফলে শুধু প্রাণীকূল নয়, মানুষও ক্ষতির মুখে পয়ছে। বক্তারা সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে এসবের ব্যবহার কমানোর আহ্বান জানান। একইসাথে বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের জন্য একটি মহামূল্যবান সম্পদ। একে রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি’।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট