সাতক্ষীরা প্রতিনিধি : ‘সাতক্ষীরা প্রতিনিধি ।আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা জেলার নদী-খালের নাব্যতা হ্রাসের জন্য অবৈধ দখল ও অপরিকল্পিত খননকে দায়ী করেন।
তারা বলেন, সাতক্ষীরা নদীবেষ্টিত জেলা হলেও দখল, দূষণ, জলাবদ্ধতা ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন থেকে শুরু করে মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। নদী রক্ষা ও পানি ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ ও টেকসই পরিকল্পনা ছাড়া বিকল্প নেই।
পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রাণ সায়ের খাল বাঁচাও আন্দোলনের আহবায়ক প্রফেসর মোজাম্মেল হোসেন, নাগরিক নেতা প্রফেসর পবিত্র মোহন দাস, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ স্থানীয় পরিবেশ ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে নদী ও পানি সংক্রান্ত বহু আইন-নীতিমালা থাকলেও এর বাস্তবায়ন নেই। আদালতের রায়ও অকার্যকর হয়ে পড়ছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী গোষ্ঠীকে সমন্বিতভাবে সক্রিয় না করলে নদী রক্ষা সম্ভব নয়। একই সঙ্গে আন্তঃসীমান্ত নদীগুলোর সংকট সমাধানে রাজনৈতিক অঙ্গীকার জরুরি।
সভায় নদী-খাল সুরক্ষায় সমন্বিত উদ্যোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, গবেষণা জোরদারকরণ, স্থানীয় পর্যায়ে প্রেশার গ্রুপ গঠন, আইন বাস্তবায়ন, প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণমাধ্যম-সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।