1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

সৃজিতের সঙ্গে কী বিচ্ছেদ হয়েছে- মুখ খুললেন মিথিলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সৃজিত-মিথিলার সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে— উত্তর খুঁজছেন অনেকে। একটি অংশ তো ধরে নিয়েছে ঠিকঠাক নেই দুজনের সংসার। আরেক অংশের মনে করছে সব শেষ। এর পেছনে পর্যাপ্ত কারণও রয়েছে।
দীর্ঘদিন হলো সৃজিতকে কলকাতায় ফেলে ঢাকায় সময় কাটাচ্ছেন মিথিলা। এর পেছনে অনেকে সম্পর্কের টানাপোড়েনকে দায়ী করছেন। অন্যদিকে সামাজিক মাধ্যমে চোখ রাখলে এটা স্পষ্ট মিথিলা দূরে থাকলেও কিচ্ছু আসে যায় না সৃজিতের। তিনি ব্যস্ত নিজের নতুন সিনেমার নায়িকা সুস্মিতার সঙ্গে মাখামাখিতে। কখনও সাগর পাড়ে আবার কখনও পূজার আনন্দে। তাই দেখে দুইয়ে দুইয়ে যখন চার মেলাচ্ছেন নেটিজেনরা তখন মুখ খুললেন মিথিলা।
সম্প্রতি এক পডকাস্টে এসেছিলেন মিথিলা। কলকাতা যাওয়া প্রসঙ্গে বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’
তাকে প্রশ্ন করা হয় সৃজিতের সঙ্গে সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে? উত্তরে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ সৃজিত কি এখনও আপনার স্বামী? তিনি বলেন, ‘হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।’
মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট