1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন বরেণ্য অভিনেত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিজয়া দশমীর দিন ভারতীয় বিনোদন অঙ্গনে দুঃসংবাদ। ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন কন্নড় ইন্ডাস্ট্রির অভিনেত্রী কমলাশ্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭০ বছর। নতুন প্রজন্মের কাছে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘গাট্টিমেলা’র দাদী হিসেবে পরিচিত।
দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্র এবং ধারাবাহিকে পর্দায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকও পরিচালনা করেছেন কমলাশ্রী। জীবনের শেষ দিকে স্তন ক্যানসারের সঙ্গে লড়েছেন তিনি। কোনো নিকটাত্মীয় না থাকায় ক্যানসারের চিকিৎসা ব্যায় বহন করতে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হয়েছিলেন বরেণ্য এই অভিনেত্রী। বয়সের কারণে ডাক্তাররা তাঁকে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসার কথা অস্বীকার করেছিলেন। ফলে তিনি ব্যয়বহুল ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন।
আর্থিক সংকটে পড়লেও তিনি কখনও ইন্ডাস্ট্রির কারো কাছে সহায়তার আবেদন করেননি। মৃত্যুর আগে এক সাক্ষাৎকার তিনি বলেছিলেন, ‘আমি অন্যদের কষ্ট দিতে পছন্দ করি না’। তবে কমলাশ্রীর অসুস্থতার সময় পাশে দাঁড়িয়েছিলেন উমাশ্রী, গিরিজা লোকেশ।
বহুমুখী অভিনেত্রী হিসেবে থিয়েটার, সিনেমা এবং টেলিভিশন; বিনোদনের সব অঙ্গনেই সমান বিচরণ ছিল কমলাশ্রীর। ‘কাবেরী কন্নড় মিডিয়াম’ এবং ‘পাত্তেহদারি প্রতিভা’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিত পান।
বরেণ্য এই অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত গোটা কন্নড় ইন্ডাস্ট্রি। সামাজিকমাধ্যমে শোক প্রকাশ করেছেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট