1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

মুসলিম ন্যাটো জোট গঠন করতে চায় পাকিস্তান!

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মতো একটি শক্তিশালী মুসলিম জোটে পরিণত করার আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
দেশটির পার্লামেন্টে শুক্রবার (৩ অক্টোবর) বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ইসহাক। খবর দ্যা ইকোনোমিক টাইমসের।
এ সময় সৌদির সঙ্গে সামরিক চুক্তির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ।
অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায়। একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে।
সৌদি-পাকিস্তান চুক্তিতে আরও দেশ যুক্ত হলে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে। উল্লেখ করেন ইসহাক দার। তিনি বলেন, আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দেবে।
পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি তখন চুক্তিটি থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।
এদিকে গত ১৭ সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঐতিহাসিক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, এ দুই দেশের ওপর অন্য কোনো দেশ যদি হামলা চালায় তাহলে এটি উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।
পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তিতে মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কারণ এরমাধ্যমে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছাতার নিচে চলে এসেছে সৌদি। যদিও দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট