1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে নিহত ৫০

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। আহত হয়েছেন আরও শতাধিক। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে, সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে।
দুর্ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিল কয়েক শত কিশোর বয়সী ছাত্র। স্কুল ভবনটির উপরতলায় তখন চলছিল নির্মাণকাজ, নতুন একটি তলা যোগ করার চেষ্টা চলছিল। কিন্তু ভিত্তি বা ফাউন্ডেশন ছিল না উপরের তলা তোলার উপযোগী। ফলে ছাদ ধসে পড়ে নিচের শ্রেণিকক্ষগুলো একেবারে চাপা পড়ে যায় ধ্বংসস্তূপে।
ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থা ‘বাসারনাস’ জানিয়েছে, এ পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১০৪ জনকে। এখনও নিখোঁজ রয়েছেন ১৮ জন। উদ্ধার কাজ এখনও চলছে।
সংস্থাটির অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও জানিয়েছেন, ধসে যাওয়া ভবনের ৬০ শতাংশ ধ্বংসস্তূপ ইতোমধ্যেই সরানো হয়েছে। তবে ধ্বংসের শিকার হয়েছে স্কুলটির পাশের একটি ভবনও। ফলে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের অধিকাংশই ওই সংলগ্ন ভবনের বাসিন্দা বলে ধারণা।
একই তথ্য দিয়েছেন আরেক উদ্ধারকারী সংস্থা বিএনপিবি’র তথ্য ও যোগাযোগ প্রধান আবদুল মুহারি। তিনি জানান, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন।
স্কুলটির কয়েকজন শিক্ষক জানান, সম্প্রতি শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানোর পরিকল্পনায় ছাদে নতুন তলা তোলার কাজ শুরু হয়। কিন্তু নির্মাণের আগে স্কুল ভবনের কাঠামোগত নিরাপত্তা বা ফাউন্ডেশন যাচাই করা হয়নি। ফলে ছাদে অতিরিক্ত চাপ পড়ে ভবন ধসে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, স্কুলভবনের মতো স্পর্শকাতর স্থাপনায় এ ধরনের গাফিলতি মারাত্মক বিপদের কারণ হতে পারে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট