ফুলতলা প্রতিনিধি : ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বেই ছাঁটাই করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সোমবার সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফুলতলা শাখার সামনে রফিক সড়কে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি আলী আকবর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, মোঃ শাহজাহান মোল্যা, আঃ রহিম খাঁন, তাবিব হাসান, মোঃ ইয়ামিন গাজী, মোঃ রিফাদ গাজী, শাওন বিশ্বাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগকৃতদের ছাটাইপূর্বক বিধিসম্মত ভাবে প্রকৃত মেধাবীদের নিয়োগের জোর দাবি জানানো হয়।