1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

দাকোপে চালনা কলেজের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে চালনা কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায্য বরাবর লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চালনা কলেজটি উপজেলা সদরে অবস্থিত। কিন্তু কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠনের জন্য খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা শ্রেণী কক্ষে প্রচার না করে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে গত ১৭ সেপ্টেম্বর খুলনা শহরে বসে একটি কমিটি গঠন করা হয়। এ ঘটনার এক মাস আগে থেকে অভিভাবকরা একাধিক বার কলেজে গিয়ে ভোটর তালিকা ও নির্বাচনের সিডিউল চাইলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেয়নি। এমনকি বিভিন্ন কেটাগরিতে মনোনয়ন ফর্ম চাহিলেও দেওয়া এবং দেখানো হয়নি। এছাড়া যিনি হিতোষি সদস্য হয়েছেন তিনি নীতিমালা অনুযায়ী ৫০ হাজার টাকা কলেজ তহবিলে জমা দেন নাই।
অভিভাবক প্রকাশ বৈরাগী, শংকর মন্ডল, অঞ্জনা মন্ডল, শহিদুল বিশ^াস, শ্যামল বিশ^াস, কমলেশ রায়, বিধান সরদার, আরতী রায়, চম্পা রায়, জয়দেব সরদার, আজিজ শেখসহ আরো অনেকে জানান, গত ১৮ সেপ্টেম্বর কলেজে গিয়ে জানতে পারি ১লা সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়েছে। যেখানে এক মাস আগে থেকে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে মনোনয়ন পত্র চেয়ে আসছি। সেখানে আমাদের না জানিয়ে কিভাবে ওই তারিখে কমিটি গঠন করা হলো। তাছাড়া যেখানে খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা এবং সিডিউল করা হয়নি। নিরুপায় হয়ে নির্বাচিতদের তালিকা চাইলে টাইপ করা হয়নি বলে জানানো হয়। পরবর্তীতে ছেড়া কাগজে হাতে লিখে দেওয়া হয়। যে কারণে অনিয়মের মাধ্যমে করা কমিটি বাতিলের জন্য এবং প্রতিকার চেয়ে সম্প্রতি ১২ জন অভিভাবক স্বাক্ষরিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপার্চায্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের কমিটি গঠনে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা লাগে না। এছাড়া কলেজের প্রিন্সিপাল সবকিছু নিয়ন্ত্রন করে। বিধি মোতাবেক তিনজনের কমিটি গঠন করে সকল নিয়ম কানুন মেনে কলেজ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার জানান, ফাইল দেখে জেনে বুঝে তারপর যদি বুঝি অনিয়ম হয়েছে তখন ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট