1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

মুজিব লোগো সম্বলিত লিফলেট বিতরন করলো কেডিএ, ভুল স্বীকারে নারাজ পরিকল্পনা কর্মকর্তা

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনার শিল্পকলা একাডেমিতে একটি সরকারি অনুষ্ঠানে মুজিব দিবসের লোগো সম্বলিত লিফলেট বিতরন করা হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজে ফুসে উঠেছেন অনুষ্ঠানে আসা বহু মানুষ। কেডিএর পক্ষ থেকে কেউ বিষয়টি না জানার ভান ধরছেন, আবার কেউ চাইছেন ক্ষমা।
আজ সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে খুলনার শিল্পকলা একাডেমিতে শুরু হয় বসতি দিবসকে ঘিরে নানা আয়োজন। দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে এই অনুষ্ঠানকে ঘিরে ছিলো নানা অসঙ্গতিও। আলোচনা সভায় সকল অতিথি ও আমন্ত্রিতদের হাতে তুলে দেওয়া হয় মুজিব লোগো সম্বলিত লিফলেট। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যেভাবে লিফলেট ছাপানো হতো, শেখ হাসিনা পালানোর এক বছর পরেও দেখা গেলো একই ধরন। কেডিএর এমন কার্যক্রমে ক্ষিপ্ত হয়েছেন উপস্থিত অনেকেই। প্রতিবাদ করেছেন সভাস্থলেই। তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের এমন কাজ গণঅভ্যুত্থানের চেতনাকে অসম্মান করেছে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া মুজিব লোগো সম্বলিত লিফলেটে দেখা যায় পরিলল্পনা শাখার নাম। তবে এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ। করেননি ভুল স্বীকার। তিনি বলেন, লিফলেট কমিটিতে আমি ছিলাম না। তাই এর কোনো দায়ভার আমি নিতে পারবো না। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভুল হয়েছে কি না যারা এর সাথে জড়িত তাদের কাছে জিজ্ঞাসা করেন।
এদিকে এমন অপ্রত্যাশিত কাজের জন্য ভুল স্বীকার করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। তিনি বলেছেন, ভুলবশত এই লিফলেট গুলো চলে এসেছে। তারপরও সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এছাড়াও এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট