শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ। ৬ অক্টোবর (সোমবার) সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের শেরে-এ-বাংলা রোডে ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের মাওঃ মনিরুজ্জামান, রেজাউল ইসলাম সাগর ও ইমাম হোসেন প্রমূখ। বক্তারা অনতিবিলম্বে এস.আলমের অবৈধ নিয়োগকৃত কর্মকর্তাদের নিয়োগ বাতিল, বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনা সহ মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবী জানান।