1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

পাইকগাছায় উপজেলা পানি কমিটির পর্যালোচনামূলক সভা

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পানি ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণ সহজতর করার লক্ষ্যে পাইকগাছা উপজেলা পানি কমিটির উদ্যোগে এক পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। সভা পরিচালনা করেন উত্তরণ কর্মকর্তা ফয়সাল মন্ডল।

বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস এর সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার মন্ডল, পানি কমিটির সম্পাদক শেখ সাদেকুজ্জামান ও বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন।

এছাড়া বক্তব্য দেন সুধাংশু কুমার মন্ডল, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণপদ মন্ডল, আবুল হাসেম, ফসিয়ার রহমান, শাহরিয়ার কবির ও শাহজামান বাদশা প্রমুখ।

বক্তারা বলেন, টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি। পানি কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই নিরাপদ পানি সরবরাহ ও জলসম্পদ সংরক্ষণ সম্ভব হবে।

সভায় আগামী বছরের জন্য নতুন পরিকল্পনা, এলাকার পানি সম্পদের মানোন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট