ফকিরহাট প্রতিনিধি :“আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এসময় ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অতিশ কুমার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা প্রমূখ।