যশোর : যশোর সদরের তালবাড়িয়ায় একটি ভেজাল দস্তা সার কারখানা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মো. ইমন হোসেনের পরিচালিত ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উদ্ধারকৃত ভেজাল সার ও উপকরণ মাটিতে পুঁতে ফেলা হয় এবং কারখানার যন্ত্রপাতি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানার নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ আরিফ, আবু ইছা, জয়ন্ত কুমার দাস, ইনজামুল ও মেহেরুন আফরোজ প্রমুখ।