ডেস্ক রিপোর্ট : খুলনার কয়রায় সেলিম হাওলাদারকে ৪৪ কেজি হরিণের মাংসসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৬ নম্বর কয়রা এলাকায় ঘরের ফ্রিজ থেকে এসব মাংস জব্দ করা হয়। গ্রেফতার সেলিম মৃত এইচএম শওকত হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৬ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকায় সেলিমের নিজ বাড়ির ফ্রিজ থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করে কয়রার নৌবাহিনী কন্টিনজেন্ট। উদ্ধারকৃত হরিণের মাংস এবং অভিযুক্তকে কয়রা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।