1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

নড়াইলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নড়াইল–যশোর মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ইমরান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে রয়েছেন— ট্রাকচালক এনামুল হক, কবিতা, সাথী, রিজিয়া, আন্না, আরিয়ান, রত্না, কল্পনা, আরজিনা, মিনতী, সুভদ্রা, অনিমা, আকাশ, সুলতানা ও উর্মিলা প্রমুখ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াইল থেকে ছেড়ে যাওয়া একটি আন্তঃজেলা যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী মালবোঝাই বিআরটিসির একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়। বাসের ভেতরে আটকে পড়া কয়েকজন যাত্রীকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মো. হাসান ফেরদৌস জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মধ্যে গুরুতর আহত ট্রাকচালক এনামুল হক ও উর্মিলাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। তুলারামপুর হাইওয়ে থানার সার্জেন্ট ইমরান আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিসের দল উদ্ধার কাজ সম্পন্ন করেছে। বর্তমানে নড়াইল–যশোর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট