1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১২:০০ অপরাহ্ন

নিখোঁজের ৪দিন পর শার্শার মাসুদের লাশ মিললো ঝিকরগাছায়

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নিখোঁজের চারদিন পর যশোরের ঝিকরগাছা থেকে শার্শার এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মাসুদ রানা (২১) যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে। সে ব্যাটারিচালিত ভ্যানের চালক।

গত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার হেড়ে বায়সা ও আশ্বিংড়ি গ্রামের মধ্যবর্তী স্থানে একটি নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানান ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ।

নিহত ভ্যানচালকের বাবা আব্দুল আজিজ বলেন, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে খাওয়া দাওয়া করে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিন সে আছরের নামাজের পরপরই বাড়ি ফিরে আসে। কিন্ত ওইদিন সে এশার আজান হয়ে গেলেও বাড়ি ফেরেনি। তারপর আমি সহ বাড়ির আর সকলে তাকে অনেক খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি জিডি করি। নিখোঁজের ৪দিন পর পুলিশ ছেলের লাশ উদ্ধার করেছে। ছিনতাইকারীরা ভ্যানের জন্য তার ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করেছে বলে তিনি জানান।

ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি যশোর ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট