বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটায় স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের জেরে সুশান্ত গোলদার (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গেমারী স্কুলভিটা এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুশান্ত গোলদার ওই এলাকার শ্যামল গোলদারের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।
বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই শান্ত গোলদার জানান, প্রায় দুই বছর আগে সুশান্ত প্রেমের সম্পর্কের ভিত্তিতে প্রতিভা নামের এক তরুণীকে বিয়ে করেন। প্রতিভা বর্তমানে গর্ভবতী। সম্প্রতি শাশুড়ি তার মেয়েকে বাবার বাড়ি নিয়ে যান, কিন্তু সুশান্ত তা চাননি। এ নিয়ে পারিবারিক কলহের জেরেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে পরিবারের ধারণা।
তিনি আরও জানান, শুক্রবার রাতে সবাই একসঙ্গে খাবার খাওয়ার পর সুশান্ত নিজ ঘরে মোবাইলে গান শুনছিল। ভোরে প্রতিবেশী সুষমা বৈরাগী বাড়ির পাশে একটি নিম গাছে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–২৬/২৫)।