1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

কালীগঞ্জে দুই কমরেড হত্যার ৫০ বছরেও বিচার হয়নি

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে কমিউনিষ্ট বিপ্লবী রক্ষী বাহিনীর হাতে শহীদ কমরেড ওয়াজেদ আলী ও কামরুজ্জামান মনা-র ৫১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে কালীগঞ্জ-এ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর উদ্যোগে মনিবার বিকালে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, এনডিএফর কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন প্রয়াত কমরেড ওয়াজেদ আলীর সহোদর ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক শওকত আলম ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহ জেলা আহ্বায়ক উদয় শঙ্কর প্রমুখ। সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিন্টু।
সভায় বক্তাগণ শহীদ কমরেড ওয়াজেদ ও কমরেড মনার সংগ্রামি জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে অগ্রসর করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৭২-৭৫ সালে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে যেয়ে খুনি বাহিনী হিসেবে খ্যাত রক্ষীবাহিনীর হাতে কমরেড ওয়াজেদ ও কামরুজ্জামানের মত প্রায় ৩০ হাজার বামপন্থী নেতা-কর্মি বিনাবিচারে গুম ও হত্যার শিকার হয়েছে। অথচ প্রায় ৫০ বছরেও এসকল গুম ও খুনের বিচার হয়নি। নেতৃবৃন্দ ৭১ পরবর্তি সকল গুম-খুনের তদন্ত বিচারের জন্য গুম কমিশনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট