ডেস্ক রিপোর্ট : রোগীর খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন আলেয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূ। শনিবার সন্ধা ৭ টারদিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজারে তিনি নিহত হন। এসময় আহত হয় তার সাথে থাকা মেয়ে মারিয়া খাতুন (২০)। তার দুই পা ভেঙ্গে গেছে। তাকে যশোর সদর হাসাপাতালে রেফার করা হয়েছে। নিহত নারী কালীগঞ্জে উপজেলা হাজিপুর মুন্দিয়া গ্রামের মধু বিশ্বাসের স্ত্রী। নিহত আলেয়া খাতুন হাসপাতালে রোগীর জন্য খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। দুলাল মুন্দিয়া নামক স্থানে পৌছালে তাদের বহন করা ইঞ্জিন চালিত ভ্যানের চাকা ভেঙ্গে পড়ে যায়। এতে আলেয়া খাতুন ঘটনাস্থলে নিহত হন এবং মেয়ে আহত হন। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসরাম হতাহতের ঘটনা নিশ্চিত করে জানান, নিহত আলেয়া খাতুনের মেয়ে মারয়িার দুই পা ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাত্বক আহত অবস্থায় চিকিৎসক তাকে যশোর পাঠিয়েছেন।