1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চিলগাছা বটতলা বাজারে নারী বান্ধব বাজারের উদ্বোধন সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের : তাজুল ইসলাম পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের আমি কখনো নিরপেক্ষতা হারাইনি: নতুন জনপ্রশাসন সচিব সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকরা শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারে সাইবার হামলা সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকবে না : সিইসি পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি পেশ হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

তালায় আগাম শীতকালীন সবজি চাষে কৃষকদের মুখে হাসি

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও জমিতে বীজ বপণ চলছে, আবার কোথাও সবজি গাছে পরিচর্যা ও আগাছা দমনসহ মাঠের কাজে ব্যস্ত কৃষকরা। আগাম সবজি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। উপজেলা জুড়ে শীতকালীন সবজি চাষে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। কৃষকদের পাশে থেকে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদের মতে, বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু হলে তারা আরও বেশি লাভবান হতে পারবেন।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। উপজেলার খলিলনগর, তালা সদর,মাগুরা ও ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, কৃষকরা মুলা, বেগুন, করলা, ঢেঁড়স, পটল, শিম, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, ফুলকপি, লাউ, গাজর, লালশাক, পুইশাকসহ নানা প্রজাতির সবজি চাষ করেছেন। এ বছর সবজির দাম ভালো থাকায় কৃষকদের আগ্রহও বেড়েছে।
মহান্দী গ্রামের কৃষক মহিদুল ইসলাম বলেন, সবজি চাষের ফলে আমাদের সংসারে স্বচ্ছলতা এসেছে। এক বিঘা জমিতে আগাম শীতকালীন বাঁধাকপি চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। দাম ভালো থাকলে এক লাখ টাকার মতো লাভ হবে বলে আশা করছি।
আরেক কৃষক আব্দুর রহমান শেখ বলেন, আমি ২৫ কাঠা জমিতে ফুলকপি চাষ করেছি। এখন পর্যন্ত ২২ হাজার টাকার মতো খরচ হয়েছে। আরও কিছুদিন পর সবজি তোলা শুরু করব। সবকিছু ঠিক থাকলে ভালো লাভবান হতে পারব।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এ বছর আগাম শীতকালীন সবজি চাষ বেড়েছে। কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সবজির আবাদ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আগাম শীতকালীন সবজিতে সাধারণত পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ বেশি হয়। তাই মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন যাতে ফসলের কোনো ক্ষতি না হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট