ডেস্ক রিপোর্ট : জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে বিচারের আওতায় আনা, এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ আবু সাঈদ, জেলা সেক্রেটারী মোঃ রেজাউল করীম, জয়েন্ট সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম, মোঃ মুহিবুল্লাহ, মোঃ ওমর আলী মোঃ আব্দুল কাদের, কারী আব্দুস সামাদ গাজী জুনায়েদুর রহমান, মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ লোকমান ফকির প্রমুখ।