1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চিলগাছা বটতলা বাজারে নারী বান্ধব বাজারের উদ্বোধন সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের : তাজুল ইসলাম পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের আমি কখনো নিরপেক্ষতা হারাইনি: নতুন জনপ্রশাসন সচিব সাউন্ড গ্রেনেড-জলকামান-লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকরা শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারে সাইবার হামলা সাংবাদিকদের ভোটকক্ষে প্রবেশে কোনো বাধা থাকবে না : সিইসি পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি পেশ হামজাকে বাংলাদেশের অধিনায়ক করার প্রস্তাব

মাদারীপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের জামায়াত নেতার হুমকি

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

মাদারীপুর অফিস : মাদারীপুরে এক জামায়াত ইসলামীর এক নেতা ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় নেতাকর্মীদের নিয়ে ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের অফিস থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার হুমকি দেন। এমন একটি ভিডিও শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জেলাজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভিডিও থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম তার দলীয় কিছু নেতা কর্মীকে সঙ্গে নিয়ে পুরান বাজারের ইসলামী ব্যাংকে প্রবেশ করে কর্মরত কর্মকর্তাদের টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এই ভিডিও শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম বলেন, ‘দলীয় ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোন নির্দেশনা নেই। তবে আমরা ব্যাংকের গ্রাহক। সেই হিসেবে ওখানে যারা সঠিক নিয়মে নিয়োগ পায়নি তাদেরকে অফিসে আসতে নিষেধ করেছি। যাতে ব্যাংকে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

তবে এই বিষয়ে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এনায়েত হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকে প্রায় ৫ হাজার ৫’শ কর্মী আগের সরকারের সময়ে এস.আলম গ্রুপের মনোনীত ব্যক্তিদের অনিয়ম করে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানের ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে যে, তারা আগের কর্তৃপক্ষের অনিয়মের মাধ্যেমে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের নতুন করে পরীক্ষা গ্রহণ করে চূড়ান্ত ভাবে আবারো নিয়োগ প্রদান করবে। কিন্তু ওই সকল কর্মকর্তারা তা মানতে চায়নি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া মাদারীপুর পৌর নায়েবে আমীরের ওই হুমকির বক্তব্য আমাদের দলীয় কোন বিষয় নয়। ওই বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য।

তবে এই বিষয়ে ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার কর্মকর্তাদের বক্তব্য নেওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট