ডেস্ক রিপোর্ট : কচুয়ায় জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো: খায়রুজ্জামান শিপন তার নিজ বাড়িতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা করেন। ১২ অক্টোবর রোববার বিকাল তিনটায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মো: খায়রুজ্জামান শিপন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জজকোর্ট এর এপিপি এ্যাড: মো: আলী হোসেন,বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম,স্বপন মুখার্জি,নারায়ণ দাস, সঞ্জীব ও উৎপল সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় বনগ্রাম ও কচুয়ার প্রায় ২০০ হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন।