ফকিরহাট প্রতিনিধি : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুযোর্গ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র্যালি উপজেলা পরিষদ সম্প্রসারতি কমপ্লেক্স ভবন চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, ফকিরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন। ্এসময় বক্তারা বলেন, দুর্যোগ প্রশমন করতে হলে প্রতিরোধ ও প্রস্তুতি দুটোরই প্রয়োজন রয়েছে। সকলের সহযোগিতা থাকলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে।