1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

মেক্সিকোতে মৌসুমি ঝড় ও বন্যায় প্রাণহানি ৪৪, নিখোঁজ ২৭

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দুটি মৌসুমি ঝড়ের আঘাত ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে মেক্সিকো। প্রিসিলা ও রেমন্ড নামের এই ঝড় দুটি ৬ অক্টোবর থেকে শুরু করে ৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন।
রোববার (১২ অক্টোবর) মেক্সিকোর কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে জানানো হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। কারণ এখনও অনেক এলাকায় উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ। এই রাজ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিদালাগোতে মারা গেছেন ১৬ জন। এছাড়া পুয়েবলা থেকে ৯ জন এবং কুয়েরেতারো রাজ্যে ১ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভেরাক্রুজেই ৫৪০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এই তিন দিনে, যা ২১ ইঞ্চিরও বেশি। অতিবৃষ্টির ফলে বিভিন্ন পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে।
ঝড়ের সময় বাতাসের গতিবেগও ছিল প্রচণ্ড। এতে অনেক জায়গায় বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাড়িঘরের ওপর সরাসরি এসব পড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। দুর্যোগের তীব্রতা কমে আসার পর ৯ অক্টোবর থেকে উদ্ধারকাজে নামে দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা কর্মীরা।
সরকারি তথ্য বলছে, পাঁচ দিনে মেক্সিকোর অন্তত ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে এখনো অনেক দুর্গম এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না।
স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ আটকে থাকতে পারে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট