ডেস্ক রিপোর্ট : ঢাকায় আন্দোলরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকদের আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
শিক্ষার্থীরা জানান, সামনে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেস্ট পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে। এ অবস্থায় তারা সিলেবাস শেষ করতে পারবেন কিনা, তা নিয় সংশয় দেখা দিয়েছে। ক্লাস না হওয়ায় তারা বাসায় চলে গেছেন।
তবে আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষকদের ওপর হামলা শুধু একজন বা দুইজনের ওপর নয়, এটি পুরো শিক্ষক সমাজের উপর হামলা। তারা হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। দাবি আদায় না হলে কর্মসূচি অব্যাগত রাখার কথা জানান তারা।
এর আগে গত রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ হারে বাড়িভাড়াসহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর আজ থেকে লাগাতার কর্মবিরত ঘোষণা দেন আন্দোলনকারীরা।