1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

বল প্রয়োগ করে হলেও হামাসকে নিরস্ত্রীকরণ করব: ট্রাম্প

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মার্কিন শীর্ষ কূটনীতিকদের কাছে হামাস কথা দিয়েছে তারা অস্ত্র সমর্পণ করবে।
যুদ্ধবিরতি কার্যকরের পর এখন যদি তারা সেই কথা না রাখে, তাহলে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে। খবর টাইমস অব ইসরায়েলের।
ট্রাম্প একই সঙ্গে ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক সব মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে ফেরৎ দেওয়ার জন্যও চাপ দেন।
ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ সব কথা বলেছেন। তিনি বলেন, হামাস কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং আমার জামাতা জ্যারেড কুশনার।
ট্রাম্পের অনুমোদনক্রমে উইটকফ এবং কুশনার গত সপ্তাহে শার্ম আল-শেখে হামাসের শীর্ষ আলোচক খলিল আল-হাইয়াকে আশ্বস্ত করতে সাক্ষাৎ করেন। এসময় তারা বলেন, ওয়াশিংটন গাজায় যুদ্ধ শেষ করার জন্য মার্কিন পরিকল্পনার শর্তাবলী অনুসারে ইসরায়েলকে জবাবদিহি করবে।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুক্রবার থেকে কার্যকর হয় এবং চুক্তির শর্তাবলী অনুসারে হামাস সোমবার জীবিত ২০ জন জিম্মিকে মুক্তি দেয়।
পরে পর্যায়ক্রমে মৃত জিম্মির দেহাবশেষও ফেরত দিচ্ছে, সোমবার চারজনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল।
হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে কিনা সে সম্পর্কে তিনি কি গ্যারান্টি দিতে পারেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মঙ্গলবার ট্রাম্প উপরোক্ত মন্তব্য করেছেন।
এদিকে, হামাস সোমবার চার জিম্মির মৃতদেহ এবং মঙ্গলবার সন্ধ্যায় আরও চারটি মৃতদেহ ফেরৎ দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট