1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক কারবারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মোংলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে মোংলা পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মোংলায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী ও পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে মাদকসহ আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ।
এসময় মোহাম্মদ আলী (৫৬) ও সুজন হোসেন সজল (২০) কে গ্রেফতার হয়। মোহাম্মদ আলীর কাছ থেকে গাঁজা ও সুজন হোসেন সজলের কাছ থেকে ইয়াবা উদ্বার করে পুলিশ।
সুজন হোসেন সজল মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের মাদক কারবারী মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে। রামপাল উপজেলার আদাঘাট ১নং ওয়ার্ডের আঃ গফুর সরদারের ছেলে মোহাম্মদ আলী।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহরসহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালমান রয়েছে। অভিযানে মাদকসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের দুই জনকে পৃথক মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হবে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট