ক্রীড়া প্রতিবেদক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন ক্রীড়াবিদও। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। বর্তমানে তিনি ভারতের মাটিতে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছেন। সেখানেই পৌঁছেছে তাঁর জন্য একটি দুঃসংবাদ। এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করেছেন তিনি।
বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুগোল বিষয়ে মারুফাকে অনুত্তীর্ণ প্রদর্শন করছে। আমাদের কলেজের পক্ষ থেকে বোর্ডে মারুফার জন্য পুনরায় নিরীক্ষার আবেদন করা হবে।’
তবে বিকেএসপি থেকে এবার ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে বাস্কেটবল বিভাগের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। অন্যরা হলেন, টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।
শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে।